• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২২৪ রোগী হাসপাতালে

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১১:৫২ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২২৪ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে। চলতি বছরে ৬০ হাজার ৫২২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৮ হাজার ২২৩ জন রাজধানী ঢাকায় এবং ঢাকার বাইরের ২২ হাজার ২৯৯ জন রোগী রয়েছেন। এবছর এখন পর্যন্ত ২৬৬ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৬৪ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০২ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

সোমবার (১২ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ফখরুল-আব্বাসসহ ২ শতাধিক নেতাকর্মীর জামিন নামঞ্জুর

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১১৯ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২৩ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৬০ হাজার ৫২২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫৯ হাজার ২৭৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

এসএ/ 

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ