• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ১০:৪৮ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও ৩৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩০৬ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৯০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

আইএ/এএল

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ