• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গু জ্বরে ৮ জনের প্রাণহানি, হাসপাতালে ৭৬৫ রোগী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১১:৩৯ পিএম

ডেঙ্গু জ্বরে ৮ জনের প্রাণহানি, হাসপাতালে ৭৬৫ রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গু সংক্রমণের। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬৫ জন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার (১২ অক্টোবর) একজনে মৃত্যু ও ৬৪৭ জন আক্রান্ত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪১৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩২ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৬৯ জন।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৯৬১ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট আট জনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৯ জন মারা গেছেন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

জেডআই/

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ