• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দাঁতের মাড়ি ফুলে যাওয়ার কারণ ও প্রতিকার

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৭:১৭ পিএম

দাঁতের মাড়ি ফুলে যাওয়ার কারণ ও প্রতিকার

ডা. রাহেমিন সিপতি

আমাদের মুখের অভ্যন্তরের অসুখগুলোর মধ্যে অন্যতম হলো দাঁতের মাড়ি ফুলে যাওয়া। কখনও একটা দাঁতের মাড়ি বা সম্পূর্ণ মাড়িই ফুলে যেতে পারে। এর ফলে মুখে মারাত্মক দুর্গন্ধ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে ইত্যাদি। নানা কারণে এ রোগ দেখা যেতে পারে। আজ জেনে নেই তার কিছু অন্যতম কারণ-

১) দাঁতের মাড়ি ফোলার অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্য অবস্থা (ORAL HYGIENE) ভালো না হওয়া।

২) নিয়মিত দাঁত ব্রাশ না করলে বা ফ্লসিং না করলে কিংবা দীর্ঘদিন স্কেলিং না করালে দাঁতের ফাঁকে আটকে থাকা প্লাক/ক্যালকুলাস/পাথর এবং খাবারের সাথে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে এবং মাড়ির সমস্যা দেখা দেয়।

৩) ডায়াবেটিস, গর্ভকালীন মাড়ির সমস্যা, লিউকেমিয়া, ভিটামিন সি এর অভাব সহ অন্যান্য হরমোনাল অসুখে মাড়ি ফুলে যেতে পারে এবং মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

৪) কিছু ওষুধ যেমন - Phenytoin, Calcium channel blocker ( উচ্চ রক্তচাপের ওষুধ), Clyclosporin বেশি দিন একনাগাদে সেবনের ফলেও মাড়ির সমস্যা হতে পারে।

 

প্রতিকার:

১) প্রতিদিন সঠিক নিয়মে দুইবার ব্রাশ করতে হবে।

২) ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকের খাবার পরিস্কার করতে হবে।

৩) মাউথ ওয়াশ ব্যবহার বা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে।

৪) দ্রুত ডেন্টিষ্টের পরামর্শ নিয়ে স্কেলিং এবং কিউরেটেজ করিয়ে নিতে হবে। যদি ফোলা ভাব না কমে তবে সার্জারি করে মাড়ির সঠিক আকৃতি ফিরিয়ে আনতে হবে।

৫) যেসব মেডিসিনের সাইড এফেক্টে মাড়ি ফুলছে সেগুলো ডাক্তারের কাছে গিয়ে পরিবর্তন করিয়ে নিতে হবে।

প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

 

লিখেছেন - ডা. রাহেমিন সিপতি

বিডিএস, পিজিটি (বিএসএমএমইউ)

ইন্টারন্যাশনাল ফেলোশিপ কোর্স ফ্রম থাইল্যান্ড

ওরাল এন্ড ডেন্টাল সার্জন (স্পার্ক অব টুথ)

 

এআরআই/এএল

আর্কাইভ