• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দেশে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক টিকা অনুমোদন

প্রকাশিত: জুন ৬, ২০২১, ১১:৪০ এএম

দেশে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক টিকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রোববার (৬ জুন) সকালে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। ১ জুন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভ্যাকসিনটি ১৮ বছর থেকে তদুর্ধ্ব বয়সের ব্যাক্তির জন্য ব্যবহার যোগ্য। এটি সরকারের ডিপ্লয়মেন্ট প্লান অনুযায়ী নির্ধারিত ব্যক্তিদের মধ্যে দেয়া হবে। দুই ডোজ সম্পন্ন এই ভ্যাকসিনটির প্রথম ডোজ দেয়ার ২-৪ সপ্তাহের মধ্যে  দ্বিতীয় ডোজ দেয়া হবে এবং সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রী সেলসিয়াস। 

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা এটি। এর আগে করোনা রোধে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

তরিকুল/সবুজ

আর্কাইভ