• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

১৩ জুন ঢাকা আসছে চীনের আরও ৬ লাখ টিকা

প্রকাশিত: জুন ৫, ২০২১, ০১:৪৬ পিএম

১৩ জুন ঢাকা আসছে চীনের আরও ৬ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের দেয়া উপহারের ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা আগামী ১৩ জুন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।  

শনিবার (৫ জুন) ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান তার ফেসবুকে লিখেছেন, ‘আগামী ১৩ জুন বাংলাদেশে ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।’

এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এর ৯ দিনের মাথায় ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে।

গত ১২ মে চীন থেকে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ টিকা নিয়ে দেশে ফিরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। ওইদিন ভোর ৫টা ৩১ মিনিটে বিমানবাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তরিকুল/নির্জন

আর্কাইভ