• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

আইসিডিডিআরবিতে এক দিনে ১২৭৪ ডায়রিয়া রোগী

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০২:১০ এএম

আইসিডিডিআরবিতে এক দিনে ১২৭৪ ডায়রিয়া রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২৭৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।

শনিবার ( এপ্রিল) দুপুরে আইসিডিডিআরবি হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে তথ্য জানা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া আক্রান্তদের অতিরিক্ত চাপ থাকায় রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তারা। রোগীদের চিকিৎসার জন্য বাইরে টানানো হয়েছে বাড়তি দুটি তাঁবু। এসব তাঁবুতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যাই সবচেয়ে বেশি বলে জানা যায়।

এবারে রোগীর সংখ্যা অন্য বছরগুলোর তুলনায় স্বাভাবিকের থেকে একটু বেশি থাকলেও এটা খুব বেশি অস্বাভাবিক নয় বলে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। প্রতি বছর মার্চ, এপ্রিল, মে এবং আগস্ট সেপ্টেম্বরে রোগীর চাপ বাড়ে। অন্যান্য বছর দৈনিক গড়ে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি হতো, এবার সংখ্যাটা একটু বেশি।

ডিআইএ/ডা

আর্কাইভ