• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনায় ডায়বেটিস ঝুঁকিতে শিশুরা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৮:২৬ এএম

করোনায় ডায়বেটিস ঝুঁকিতে শিশুরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহামারির শুরু থেকে গত দু’বছরে ছোটদের করোনা সংক্রমণের ঘটনা কমই চোখে পড়েছে। একেবারে শুরুর দিকে প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। ডেল্টা স্ট্রেনে মাঝ বয়সীদের বেশি ভুগতে দেখা গেছে। বর্তমানে ওমিক্রন স্ট্রেনে ছোটদের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা বেড়েছে। কিন্ত ওমিক্রনে মৃত্যুহার কম থাকলেও চিন্তা বাড়াচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়ায়। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনা থেকে সেরে উঠলেও শিশুদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দিচ্ছে ডায়াবেটিস।

আমেরিকার ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) এর একটি গবেষণাপত্র থেকে জানা যায়, করোনা থেকে সেরে ওঠার পরে অনেক শিশুরই টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস ধরা পড়ছে।

ইউরোপেও ইতোমধ্যেই এই রকম একাধিক ঘটনা রিপোর্টে প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।  তারা বলছেন, কারও কারও ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ দেখা যাচ্ছে। এতে রক্তে উপস্থিত শর্করা থেকে শক্তি তৈরির জন্য প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না।  আশঙ্কা থেকে যায় এ অসুখে শিশুর প্রাণসংশয়ের।

সিডিসির গবেষক ও রিপোর্টের মূল লেখক শ্যারন সায়াদ বলেন, ডায়াবেটিসের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। কিছু বিষয় এখনো অস্পষ্ট। যেমন, করোনার পরে ধরা পড়া ডায়াবেটিস মারাত্মক আকার নেবে কি না, তা এখনো জানা যায়নি।

যে সব শিশু এখনো কোভিড আক্রান্ত হয়নি, তাদের মা-বাবাকে পরামর্শ দিয়ে সিডিসির এই গবেষক বলেন, ভালো করে সন্তানের ওপরে নজর রাখুন। ডায়াবেটিসের কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। যেন দ্রুত চিকিৎসা শুরু করা যায়।

অর্ণব

 

 

আর্কাইভ