• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ঢাকায় নতুন ৩ জনের ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:৫৭ পিএম

ঢাকায় নতুন ৩ জনের ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতোমধ্যে ভাইরাসটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে। নতুন করে দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। নিয়ে দেশে ওমিক্রনের মোট সাতজন রোগী শনাক্ত হলেন আক্রান্ত তিনজনই রাজধানীর বনানীর বাসিন্দা। তাদের দুজন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে রোগীদের শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণের পর সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই তিনজনের নমুনা সংগ্রহ করেছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৩ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহের পর কোভিড শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্স বের করে জানা যায়, করোনাভাইরাসের ওই ধরনটি ওমিক্রন।

সর্বপ্রথম জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা সুস্থ হয়ে উঠেছেন।

 

এআরআই/এম. জামান

আর্কাইভ