• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১২:১৪ এএম

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই নারী ক্রিকেটার। এমন আতঙ্কের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩৪ জনে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮০ হাজার পাঁচজনে।

একই সময়ে সারা দেশে ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

গতকাল সোমবারও তিনজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ দিন করোনা রোগী শনাক্ত ছিল ৩৮৫ জন। সে হিসাবে আজ করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

গত বছরের (২০২০) ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশ কিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০-এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

জেডআই/ডা

আর্কাইভ