• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকা উৎপাদনে কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৩:১২ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকা উৎপাদনে কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশেই টিকা উৎপাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টাইমস অব বাংলাদেশনামে নতুন দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ মালেক বলেন, ‘দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা একটি প্রস্তাবনা জমা দিয়েছি। দু-চার দিনের মধ্যে একটি বিদেশি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে কোনো দেশের সঙ্গে বা কোনো কোম্পানির সঙ্গে এই চুক্তি সই হবে, এটা মন্ত্রী উল্লেখ করেননি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছেসেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।’

স্বাস্থ্য সেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের জেলা হাসপাতালগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। বিভাগে ৩০০ কোটি টাকা ব্যয়ে আটটি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। সেগুলোতে কিডনি ক্যান্সার এবং হার্টের রোগীদের চিকিৎসা হবে। এখন আর এসব রোগীকে কষ্ট করে ঢাকায় আসতে হবে না। বিভাগভিত্তিক হাসপাতালেই তারা মানসম্মত সেবা পাবেন।’

এর আগে গত ১৫ আগস্ট চীনা একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে বাংলাদেশ সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়। 

ওই চুক্তিতে ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনের কথা উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যায়নি।

জেডআই/এম. জামান

আর্কাইভ