• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১১:২২ পিএম

স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনদ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে ভয়ঙ্কর এই ধরন। এমন আতঙ্কের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানালেন স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কার্যক্রম বৃদ্ধি করতে এবং দিন না বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।’

এ ছাড়া ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে।

আর জেলা, উপজেলাসহ সব জায়গার খোঁজখবর নিয়ে তড়িৎগতিতে ব্যবস্থা নেয়ার জন্য ন্যাশনাল মনিটরিং সেল করা হবে বলেও সেখানে জানান মন্ত্রী।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে। আর বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানি, করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেয়া হবে।’

ডা. জাহিদ মালেক বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস নয়এখন সরকার বলতে চায়- নো ভ্যাকসিন নো সার্ভিস।’

তিনি বলেন, ‘স্কুল-কলেজ যে অবস্থায় আছে সেভাবেই থাকবে। আর যেন সময় বা ক্লাসের দিন বাড়ানো না হয়।’

ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ