প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১২:০৪ এএম
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, তালিকা হাতে
পেলেই আমরা স্কুলে গিয়ে তাড়াতাড়ি টিকাদান কর্মসূচি চালু করব। বৃহস্পতিবার (১১
নভেম্বর) এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্কুলে গিয়ে তাড়াতাড়ি টিকাদান কর্মসূচি চালু করব। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি। ইতোমধ্যে তালিকা হাতে পাওয়ার পরপরই প্রস্তুতি নিতে বলে দিয়েছি। সেটা পেলেই আমাদের টিম গিয়ে টিকাদান কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, আমাদেরকে আটটি জায়গা দেয়া হয়েছিল, যেখান থেকে ফাইজারের টিকা দিতে হবে। সেটা সব জায়গায় দেয়া যায় না কারণ এ ক্ষেত্রে বিশেষ পরিবেশের দরকার হয়। যেখানে সেই ব্যবস্থা আছে, সেখানেই আমরা আপাতত দিচ্ছি। আমরা দেখলাম যেসব কেন্দ্র করেছি, সেখানে শিক্ষার্থীরা যেতে পারছে না। কারণ যেখানে কেন্দ্র হয়েছে সেখানে আশেপাশ আরও চার পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা এলেও দেখা যাচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে।
ডা. জাহিদ মালেক বলেন, এখন সিদ্ধান্ত নিয়েছি, ঢাকার যে স্কুলগুলোতে টিকা দেবো প্ল্যান করেছি, সেখানে গিয়ে আমাদের টিম টিকা দেবে। তাতে টিকাদান বেগবান হবে, আমরা যেভাবে দিতে চাচ্ছি সেভাবে দিতে পারব। সেক্ষেত্রে জটলা কমে যাবে। কোন স্কুলে আমরা কবে যাবো সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা দেবে, সেই তালিকা অনুযায়ী আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে, সেখানে শেষ করে অন্য স্কুলে যাবো।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে 'ডায়াবেটিস চিকিৎসা : বর্তমান ও আগামীর ভাবনা' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভাটি আয়োজন করে স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও দৈনিক সমকাল।
জেডআই/এম. জামান