• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৬:৫৬ পিএম

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ

সিটি নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় গণটিকাদান কর্মসূচি। এ সময় করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এবার এই গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের ফেসবুক পেজে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এস/ডাকুয়া

আর্কাইভ