প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৬:০৭ পিএম
দেশে
করোনার চারটি ভ্যারিয়েন্ট (ধরন) ধরা পড়েছে
বলে একটি গবেষণা প্রতিবেদন
প্রকাশ করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
(আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে
প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে
এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে- ভারত ছাড়াও দক্ষিণ
আফ্রিকা, যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট
বেশি পাওয়া গেছে। বাংলাদেশে শনাক্ত হওয়া ভারতীয় ভ্যারিয়েন্টের
সিকোয়েন্স বৈশ্বিক ডাটাবেজ জিআইএস আইডিতে জমা দেয়া হয়েছে।
প্রতিবেদনে
আরও বলা হয়, সম্প্রতি
আইইডিসিআর, আইসিডিডিআর,বি ও ইনস্টিটিউট
ফর ডেভেলপিং হেলথ সায়েন্স অ্যান্ড
হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) যৌথভাবে প্রায় ২০০টি কোভিড-১৯ নমুনার সিকোস্লেপিংস
করেছে। ভারতে বিশ্বের সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণ ও
মৃত্যুর ঘটনা ঘটছে।
আইইডিসিআর
এপ্রিল মাসে ভারত থেকে
আগত ২৬ সন্দেহজনক কোভিড-১৯ রোগীর নমুনা
পরীক্ষা করে ৬ জন
রোগীর নমুনায় বি.১.৬১৭.২ (ভারতীয় ভ্যারিয়েন্ট)
শনাক্ত করা হয়েছে। এ
ছাড়া বি.১.১.৭ (যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট),
বি.১.৩৫১ (সাউথ
আফ্রিকা ভ্যারিয়েন্ট), বি.১.৫২৫
(নাইজেরিয়া ভ্যারিয়েন্ট) শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, ২০১৯ সালে সার্স-কোভ-২ প্রথম
শনাক্তের পর থেকে এখন
পর্যন্ত এর অনেকগুলো ভ্যারিয়েন্ট
পাওয়া গেছে। প্রতিবেদনের জন্য করা জরিপে
বলা হয়েছে, বাংলাদেশে ভারত থেকে আগত
কোভিডে আক্রান্ত রোগীদের বেশির ভাগই চেলাহ, ব্যাঙ্গালুরু,
হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ থেকে
ফেরত এসেছে।
এই
ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য
এবং এদের বয়স ৫
থেকে ৭৫ বছরের মধ্যে।
তারা সবাই এপ্রিলের শেষ
সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেন। আক্রান্তরা সবাই বিভিন্ন হাসপাতালে
আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে একজন
বয়স্ক ব্যক্তি ক্যানসারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন
এবং পরে তার মৃত্যু
হয়।
লাইজুল/সিআর/এম. জামান