• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রসুন রান্না ছাড়াও যে কাজে আসে

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৯:১৩ পিএম

রসুন রান্না ছাড়াও যে কাজে আসে

সিটি নিউজ ডেস্ক

রসুনের ঠিকানা রান্নাঘর হলেও সময়ে সময়ে এটাকে রাখতে পারেন ওষুধের বাক্সে কিংবা রূপচর্চার জিনিসপত্রের সঙ্গে। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও রসুনের আছে আরও কিছু গুণ।

পেটের ব্যথায় : হজম বা এসিডিটি নিয়ে যারা নাজেহাল, তারা এবার রসুনের সুযোগ কাজে লাগান। এক টেবিল চামচ রসুন কুচি করে তাতে মধু ছিটিয়ে খানিকটা চিবিয়ে গিলে ফেলতে হবে খালি পেটে। সঙ্গে দুয়েক চুমুক পানিও খেতে পারেন। কয়েক দিন খেলেই টের পাবেন পার্থক্য।

ব্রণ হটাতে : একটা রসুনের কোয়া মাঝ বরাবর কেটে ব্রণের ওপর আলতো করে ঘষতে থাকুন। রসুনকে অ্যান্টি-ইনফ্লেমেটরি বলা হয়। তাই শুরুতেই এটি ব্রণের ব্যথা কমাবে। এরপর রসুনে থাকা অ্যালিসিন মেরে ফেলবে ব্রণে থাকা ব্যাকটেরিয়া।


কাশির জন্য : এক কাপ পানিতে কয়েক কোয়া রসুন কুচি করে সেদ্ধ করে নিন। অল্প আঁচে আরও পাঁচ মিনিট রাখুন। তারপর এতে সামান্য মধু দিয়ে চায়ের মতো পান করুন। ঝটপট কাশি দূর করতে পানীয়র জুড়ি নেই।

খুশকির সমাধান : সমস্যা ভিন্ন হলেও সমাধান আগের মতোই। পরিমাণমতো রসুন কুচি করে তাতে ভালো করে কয়েক চামচ মধু মেশান। এরপর সরাসরি স্কালপে ম্যাসাজ করুন ওটা। ১৫ মিনিট রাখার পর শ্যাম্পু করুন। সপ্তাহে এক-দুইবার করলেই কমে আসবে খুশকির যন্ত্রণা।

স্প্লিন্টার ঢুকলে : হাতে বা পায়ে অনেক সময় ছোটখাটো কাঠ বা কাচের ছোট কণা ঢুকে পড়ে, যা সহজে বের হতে চায় না। রসুনের একটি কোয়া মাঝ বরাবর কেটে আক্রান্ত স্থানে রেখে ব্যান্ডেজ করে ফেলুন। এতে স্প্লিন্টারও বের হবে, ক্ষতস্থানও জীবাণুমুক্ত থাকবে।

তারিক/এম. জামান

আর্কাইভ