• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার মালদ্বীপের

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:৪২ এএম

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার মালদ্বীপের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস মোকাবেলায় টিকার শরণাপন্ন হচ্ছে বিশ্বের দেশগুলো। সেই পরিক্রমায় বাদ যায়নি বাংলাদেশও। নাগরিকদের দিচ্ছেন করোনা ভাইরাসের টিকা। বাণিজ্যিক ভাবে টিকা আমদানির পাশাপাশি বাংলাদেশ উপহারও পেয়েছে বেশকিছু সংখ্যক টিকা। এবার বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার  দুই লাখ এক হাজার ৬০০ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। শুক্রবার ( অক্টোবর) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে টিকাগুলো

বুধবার ( অক্টোবর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, এ দিন মালদ্বীপ সরকার বাংলাদেশকে শুভেচ্ছা নিদর্শন হিসেবে দুই লাখ এক হাজার ৬০০ ডোজ করোনাভাইরাসের টিকা হস্তান্তর করেছে।

নিয়ে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র সই হয়।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা উপহারের এসব টিকা শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

 

ইফাত

আর্কাইভ