• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সময়মতো খাবার না খেলে কী হয় জানেন তো?

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০১:৫০ পিএম

সময়মতো খাবার না খেলে কী হয় জানেন তো?

সিটি নিউজ ডেস্ক

প্রত্যেক কাজের যেমন একটি সঠিক সময় রয়েছে, তেমনি খাবার খাওয়ারও সঠিক সময় রয়েছে। আর আমরা অনেকেই খাবার গ্রহণের ক্ষেত্রে সময় মেনে চলি না। অনেক সময় দেখা যায়, সকালের নাশতা মধ্যদুপুরে আবার দুপুরের খাবার বিকেলের দিকে কিংবা রাতের খাবার অনেক রাত করে খেয়ে থাকেন। যা আসলে আমাদের শরীরের জন্য একদমই ঠিক নয়। আসলে সঠিক সময়ে খাবার না খেলে শরীর খুব দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে। মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক কমে যায়। শারীরিক স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। একই সাথে বদহজম, গ্যাস অম্বল হওয়ার আশঙ্কা তো আছেই। তাই সময়মত খাবার খাওয়া অত্যান্ত জরুরী। তাহলে আসুন আজ জেনে নিই যদি সময়মতো খাবার খাওয়া না হয় তাহলে আমাদের কী কী ক্ষতি হতে পারে তা সম্পর্কে।

সময়মতো খাবার না খেলে যেসব সমস্যা হয়ে থাকে-

১। সময়মতো খাবার না খেলে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়ে থাকে তা হলো গ্যাস্ট্রিকের সমস্যা। যদি সকালের নাশতা মধ্যদুপুরে, দুপুরের খাবার বিকেলে কিংবা রাতে খাবার অনেক দেরিতে খাওয়া হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি হয় গ্যাস্ট্রিকের সমস্যা। তাই প্রত্যেকটি খাবার একদম সময়মতো খাওয়া উচিত।

২। কখনোই একসঙ্গে বেশি বা অতিরিক্ত খাবার খাওয়া উচিত না। যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই প্রতিবার খাবার সময় বেশি কিংবা অল্প খাবার না খেয়ে পরিমিত খাবার খেতে হবে। তাহলে আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং একই সঙ্গে শরীরের অতিরিক্ত মেদ জমতে পারবে না। ফলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে।

৩। সময়মতো খাবার না খেলে আমাদের শরীর অনেক মুটিয়ে যায়। বিশেষজ্ঞরা গবেষণায় জানিয়েছেন, আমাদের শরীর মুটিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো অসময়ে খাবার খাওয়া। আসলে এর ফলে আমাদের খাবার সঠিকভাবে হজম হয় না এবং শরীরে অতিরিক্ত শর্করা জমতে শুরু করে। ফলে আমাদের শরীরের মেদ বেড়ে যায়।

৪। সময়মতো খাবার না খাওয়ার কারণে ৪০ বছর বয়স পার হওয়ার আগেই আমাদের শরীর খুব দ্রুতই ভেঙে পড়ে। একই সঙ্গে এর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ছাড়াও গ্যাস্ট্রিক, আলসার, ওজনহীনতার মতো মারাত্মক কিছু রোগের আশঙ্কা দেখা দেয়।

৫। সময়মতো খাবার না খেলে আমাদের বৃদ্ধ হয়ে যাওয়া হার্টের যে সমস্যা হয়। একই সঙ্গে কোনো অন্তঃসত্ত্বা নারী যদি তার খাবার নিয়ম অনুসারে না খান, তাহলে তার অনাগত সন্তানের ওপর এর নানা ক্ষতিকর প্রভাব পড়ে। তাই অবশ্যই সময়মতো খাবার খেতে হবে।

তারিক/এম. জামান

আর্কাইভ