• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত গণটিকাদান কর্মসূচি চলবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৩:৩৯ পিএম

টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত গণটিকাদান কর্মসূচি চলবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণটিকাদান কর্মসূচিতে প্রতিদিন ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট ধরা হয়েছে। এই টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি চলবে। রোববার (২৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই গণটিকাদান কর্মসূচি শুরু হবে। এর মধ্য দিয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারে গণটিকাদান কর্মসূচির প্রতিদিন ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট ধরা হয়েছে। এই টার্গেট পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি চলবে। প্রয়োজনে একাধিক শিফটে টিকা দেওয়া হবে।

এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম।

জেডআই/এম. জামান

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ