• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিনোফার্মের ৫ লাখ টিকা আসবে বুধবার

প্রকাশিত: মে ১০, ২০২১, ১২:৩৪ পিএম

সিনোফার্মের ৫ লাখ টিকা আসবে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদ্য অনুমোদনপ্রাপ্ত সিনোফার্মের পাঁচ লাখ টিকা বুধবার (১২ মে) দেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। 

সোমবার (১০ মে) ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিনোফার্ম চীনের রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান।

লি জিমিং বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চায় চীন। এই লক্ষে জরুরি ব্যবহারের জন্য পাঁচ লাখ সিনোফার্ম টিকা পাঠাবে দেশটি। এই টিকা আগামী ১২ মে আসবে।’

এ দিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত 'ডিকাব টক'-এ অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

সবুজ/এএমকে

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ