• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনা সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী : স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:৪৪ পিএম

করোনা সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেনসামগ্রিকভাবে গত ৩০ দিনের  করোনা সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতাতেই আছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সারা দেশে গত ৭ দিনে ১ লাখ ৯১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার হার আগের ৭ দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ বেশি। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৫৮ জন এবং যেটি আগের ৭ দিনের চেয়ে ৩ হাজার ৭৫৮ জন কম। এছাড়া, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। সংক্রমণ পরিস্থিতি পুরো সপ্তাহের প্রথম দুদিন ৭ শতাংশের সামান্য বেশি ছিল। তারপর থেকে ৬ শতাংশ বা তার সামান্য কিছু বেশি ছিল। সামগ্রিকভাবে গত ৩০ দিনের সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতাতেই আছে।'

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, 'জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব থেকে জানা যায়, ফেব্রুয়ারি মাসে রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ৭৭ জন এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৪০ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী ছিল জুলাই মাসে ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন। শীর্ষ ১০টি জেলার মধ্যে ঢাকা জেলায় ৫ লাখ ১৩ হাজার ৯৪২ জন এবং নোয়াখালীতে ২২ হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়।'

তিনি বলেন, 'সরকারি ও বেসরকারি পরীক্ষাগার মিলিয়ে ৮০৮টি ল্যাবরেটরিতে আরটি-পিসিআর জিন এক্সপার্ট এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনা রোগীদের শনাক্ত করা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং আজ পর্যন্ত ৯৪ লাখ ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।'

স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, 'গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন।'

সারা দেশে গণটিকাদান কর্মসূচি আবার শুরুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাননি বলে জানান তিনি।

ডা. মো. নাজমুল ইসলাম আরও জানান, ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাতীয় কারিগরি কমিটির পরামর্শে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর সিদ্ধান্ত নেবে।

ডেঙ্গু আক্রান্তের বিষয়ে ডা. মো. নাজমুল ইসলাম বলেন, 'গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯৭ জন। ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫৯ জন মারা গেছেন।'

জেডআই/ডাকুয়া

আর্কাইভ