• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টিকা নিয়েছেন ২ কোটি ৩৭ লাখ, নিবন্ধন ৩ কোটি ৫৭ লাখ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০১:৩১ এএম

টিকা নিয়েছেন ২ কোটি ৩৭ লাখ, নিবন্ধন ৩ কোটি ৫৭ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার লাখ ৬৭ হাজার ৯৫২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৭ হাজার ২১০ জন। এর মাঝে এক লাখ ৫০ হাজার ১৫৭ জন পুরুষ ও এক লাখ ৩৭ হাজার ৫৩ জন নারী টিকা নিয়েছেন। এ ছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮০ হাজার ৭৪২ জন। তাদের মাঝে পুরুষ এক লাখ ৬ হাজার ৩৩০ জন আর নারী ৭৪ হাজার ৪১২ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাড়িয়েছে দুই কোটি ৩৭ লাখ চার হাজার ৮৩৭ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় তিন কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ১৬ হাজার ৪৩৮ জন নিবন্ধন করেন।

গত ২৪ ঘণ্টায় ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৬৭ জন। তাদের মধ্যে ৬০ জন পুরুষ ও সাতজন নারী। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫১ হাজার ৩০৬ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২৫ জন। এদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ৩৩ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫২৪ জন।

গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮৬ হাজার ২০৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৩২৪ জন ও এক লাখ ৩৬ হাজার ৮৮১ জন নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো ৮৫ লাখ ৮৬ হাজার ৪৪৫ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ১২ হাজার ৭৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭১ জন ও নারী ৪৭ হাজার ৬৭৭ জন।

শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৪৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী আটজন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ চার হাজার ৭১৬ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেন ৪৭ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩০ হাজার ৯২ জন ও নারী ১৭ হাজার ২০৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৫২ জন।

গত ২৪ ঘণ্টায় অ্যাসট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৯২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩৫ জন ও নারী ১৫৭ জন। এ নিয়ে প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫৮ লাখ ২৬ হাজার ১৫৫ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেন ২০ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫ জন ও নারী নয় হাজার ৪৯৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৫২ লাখ ১১ হাজার ৩৩২ জন।

ইফাত

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ