নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই টিকা এনেছে বাংলাদেশ সরকার। বয়সসীমা অনুযায়ী দেশের প্রতিটি প্রান্তেই টিকা দেয়া হচ্ছে নাগরিকদের। এই মুহূর্তে সরকারের কাছে করোনাভাইরাসের এক কোটি চার লাখ টিকা মজুদ আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মোট ২১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। ইতোমধ্যে তিন কোটি ১০ লাখ কিনে এনেছি এবং এর মধ্যে দুই কোটি পাঁচ লাখ টিকা দেয়া হয়েছে। এখন এক কোটি চার লাখ টিকা হাতে আছে, এটাও দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘ক্রয় সংক্রান্ত কমিটিকে আরও ছয় কোটি ডোজ কেনার অনুমোদন দেয়া হয়েছে। আশা করি, এটি নিয়ে কোনো অসুবিধা হবে না।’
শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সচিব সভায় আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষার বিষয়ে কী করা করা যায়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর প্রথম যে নির্দেশনা উনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন, অবশ্যই অনুকূল পরিবেশ এলে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। সেটা নিয়ে তারা প্ল্যান-প্রোগ্রাম করেছেন। পাশাপাশি সরকারি স্কুল-কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে যেন শিক্ষাকার্যক্রম অনলাইনে বা ডিজিটাল সিস্টেমে চালু থাকে, ফুল পেইজে, যেটা অনেক জায়গায় চলছে। ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পুরোপুরি কার্যক্রম চলছে এবং গ্র্যাজুয়েশনও হয়ে যাচ্ছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে শিক্ষাকার্যক্রম যেভাবে হোক, ভার্চুয়ালি হোক কিংবা অনলাইনে হোক চলুক। পাশাপাশি কম্পোর্টেবল অবস্থায় এলে যেন এটা খুলে দেয়া হয়। শিক্ষা সচিবও বলেছেন, তারা একটি প্ল্যান-প্রোগ্রাম করছেন। কাল বোধহয় তারা একটি মিটিংও করেছেন, আইসিটির (আইসিটি বিভাগ) সঙ্গে।’
ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন