• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সনদ পাবেন গণটিকা নেয়া সবাই

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১১:১৩ পিএম

সনদ পাবেন গণটিকা নেয়া সবাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণটিকার আওতায় নেয়া টিকার সনদ সরকার দেবে কিনা তা নিয়ে দুঃশ্চিন্তায় অনেকেই। তবে স্বাস্থ্য অধিদফতর বলেছে, টিকা গ্রহণ করা সবাই দুই ডোজ সম্পন্ন হলে সনদ নিতে পারবেন।

গত ৭ থেকে ১২ আগস্ট দেশে গণটিকা কর্মসূচি চালানো হয়। সারা দেশে ইউনিয়ন পর্যায়েও এ কার্যক্রম চলে। এর আওতায় ছয় দিনে দুই ডোজ মিলিয়ে ৫৮ লাখ ২ হাজার ৬৬৬ ডোজ টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গণটিকা কর্মসূচির প্রথম দিন ৭ আগস্ট টিকা দেওয়া হয় ৩১ লাখ ২৪ হাজার ৬৬ ডোজ, ৮ আগস্ট ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ, ৯ আগস্ট  ৬ লাখ ৩১ হাজার ৩৮২ ডোজ, ১০ আগস্ট ৪ লাখ ৮৮ হাজার ১৫৮ ডোজ, ১১ আগস্ট  ৪ লাখ ১৭ হাজার ৪৮৭ ডোজ এবং শেষ দিন ১২ আগস্ট দেওয়া হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ ডোজ।

‘গণটিকা যারা নিয়েছেন তারা সনদ পাবেন না’– এমন কথাকে বিভ্রান্তিকর তথ্য বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশব্যাপী হয়ে যাওয়া গণটিকার আওতায় যারা টিকা গ্রহণ করেছেন, দুই ডোজ নেওয়ার পর তারা সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে টিকার সনদ গ্রহণ করতে পারবেন। বুধবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, টিকা যারা নিয়েছেন তারা টিকার দুই ডোজ সম্পন্ন করবেন। সম্পন্ন করার পর তারা প্রত্যেকেই সনদ পাবেন। যারা নিবন্ধন করেছেন তারা দুই ডোজ সম্পন্ন করার পর তাদের টিকার সনদ সুরক্ষা প্ল্যাটফর্মে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যারা নিবন্ধন করেননি তারা টিকা নেওয়ার সময় কিন্তু তাদের সব প্রয়োজনীয় তথ্য-উপাত্ত স্থানীয় প্রতিটি কেন্দ্রে এক্সেল শিটে লেখা হয়েছে। সেখানে নাম, বয়স, এনআইডি নম্বর, ফোন নম্বর সব সংরক্ষণ করা আছে। 

তবে এ ক্ষেত্রে টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে লেখা থাকতে হবে বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, তারা যদি এনআইডি নম্বর সঠিক দিয়ে থাকেন তাহলে দুই ডোজ নেওয়ার পর তাদের কার্ড অন্যদের মতো যেভাবে জেনারেট হয় সেভাবেই সুরক্ষা প্ল্যাটফর্মে তৈরি হয়ে যাবে। দুই ডোজ সম্পন্ন হওয়ার পর তারা নিজ দায়িত্বেই টিকার সনদ সংগ্রহ করতে পারবেন।


শামীম/ইফাত
আর্কাইভ