প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০২:৪৪ এএম
শিশু শ্রম কি? এসব বুঝিনে-আমি বুঝি অভাব।
আগে স্কুলে যাতাম এখন যাইনে। ঘরে ভাত নেই। আমি স্কুলি স্যারেগের কতা শুনতাম, কিন্তু পেট তো আমার কতা শোনে না। একবেলা খাতি পাল্লিও আরেক বেলা খাতি পাত্তাম না।
একন দিনে ১৫০ টাকা ইনকাম করে বাড়ি চাল-ডাল কিনে নিয়ে যায়। আমার বাপ গরিব মানুষ, পরের জমিতি কামলা খাটে। আমার বাপের এতো টাকা দিয়ে লেখাপড়ার খরচ দিয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে ঝুকি নিয়ে কাজ করে খায়।
এমনটায় সিটি নিউজ ঢাকার ক্যামেরায় বলছিলো ১০ বছর বয়সী শিশু ফাহিম।