• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিটি নিউজে যোগ দিলেন ডক্টর মোঃ মাহবুব আলম প্রদীপ

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৫:৪৭ এএম

সিটি নিউজে যোগ দিলেন ডক্টর মোঃ মাহবুব আলম প্রদীপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপদেষ্টা সম্পাদক হিসেবে সিটি নিউজ ঢাকায় যোগ দিলেন ডক্টর মোঃ মাহবুব আলম প্রদীপ। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে এ্যাকনলেজ ইডুকেশনের ব্যাচেলর অব কমিউনিটি সার্ভিসেস বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন। এ্যাকনলেজ ইডুকেশন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার নারী ও রাজনীতি এবং উদবাস্তু ও শিক্ষা নিয়ে গবেষণা করে থাকেন। তাছাড়াও তিনি বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে গবেষণা করেন৷ ডক্টর প্রদীপ  একাধারে একজন শিক্ষক, গবেষক, লেখক এবং কলামিস্ট।

ডক্টর মোঃ মাহবুব আলম প্রদীপ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব ট্যাকনোলজি থেকে লিঙ্গ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগে এমএসসি ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে শান্তি অধ্যয়ন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

সিটি নিউজ যখন প্রথম পথচলা শুরু করে তখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দেশ বরেণ্য অনেক সংবাদকমী পোর্টালটির সঙ্গে যুক্ত ছিলেন। সে ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল (১১ জুলাই) সিটি নিউজে যোগ দিলেন ডক্টর মোঃ মাহবুব আলম প্রদীপ।

ডিজিটাল মাল্টিমিডিয়া হিসেবেও দারুণ জনপ্রিয় পোর্টালটি। রূপালী পর্দার জনপ্রিয় সব তারকার পাশাপাশি অনেক কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী সিটি নিউজের অনেক প্রশংসা করেছেন। 

এছাড়া বিদেশি অনেক গুনীজন, পেশাজীবী পোর্টালটির প্রশংসা করেছেন। তাদের মধ্যে রয়েছেন কলকাতার রূপালী পর্দার জনপ্রিয় মুখ।

আর্কাইভ