• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টেকসই উন্নয়নের জন্য উদ্যোক্তা হওয়া প্রয়োজন

প্রকাশিত: জুন ২১, ২০২১, ১২:৫৮ পিএম

টেকসই উন্নয়নের জন্য উদ্যোক্তা হওয়া প্রয়োজন

তারিক ইসলাম

ঘুরে ফিরে সেই পুরোনো জায়গায় আমাদের ফিরে আসতেই হবে। এখনো অনেকেই বলেন, ব্যবসার ওপর কিছু নাই। যাইহোক, নিজে নিজে কিছু করলে হয়তো অন্যের কাছে ছোট হয়ে যেতে হয়, মূল্যায়ন পাওয়া যায় না কিংবা তথাকথিত সামাজিক স্ট্যাটাস পাওয়া যায় না। বর্তমান সময়ে এই ধরনের চিন্তা করার মানুষের সংখ্যা কম না। অনেকেই মনে করেন, এতদূর লেখাপড়া করে ব্যবসা করব? মানুষ কি মনে করবে, এই চিন্তায় উদ্যোক্তা হওয়ার চিন্তাও করেন না। মনে রাখা দরকার, শুধুমাত্র সাহসী মানুষেরাই উদ্যোক্তা হতে পারে। আর টেকসই উন্নয়নের জন্য উদ্যোক্তাদের বিকল্প নেই।

শেখ আকিজ উদ্দীন মাত্র ১৩ বছর বয়সেই ১৯৪২ সালে নিজ গ্রাম খুলনার ফুলতলার মধ্যডাঙ্গা ছেড়ে জীবিকার তাগিদে বেরিয়ে পড়েন। মাত্র ১৬ টাকা হাতে নিয়ে ট্রেনে চেপে বসেন দুরন্ত এ কিশোর। কলকাতায় পাইকারি বাজার থেকে কমলালেবু কিনে হাওড়া ব্রিজে ফেরি করা শুরু করেন। সেই থেকে শুরু। কিন্তু আমাদের দেশে বিএ, এমএ পাশ করে কেউ উদ্যোক্তা হওয়ার পথে যেতে চাইছে না। তবে হ্যাঁ, শুরুতেই যদি আকিজ কিংবা প্রাণ কোম্পানির মালিক বানিয়ে দেয়া হয়, তবে সবাই সেটা করতে রাজি হয়ে যাবে। আমাদের মনে রাখা উচিত, কেউ কিন্তু একলাফে ২০০০ কোটি টাকার টার্নওভার করা কোম্পানির মালিক হননি। আস্তে আস্তে করে সবাই সামনের দিকে এগিয়ে গেছেন। উদ্যোক্তাদের কিংবা ব্যবসা করার কয়েকটি ইতিবাচক দিক আমাদের জানা প্রয়োজন, যদিও বিষয়গুলো আমাদের সকলের জানা।

১. আপনি স্বাধীনভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না।

২. চাকরি করার ক্ষেত্রে আপনি যতই পরিশ্রম করুন কিংবা আপনার পরিশ্রমের ফলে প্রতিষ্ঠান যতই লাভবান হোক না কেন, আপনি নির্দিষ্ট অংকের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা পাবেন না। অথচ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানে যত লাভ হবে, সেই সুযোগ-সুবিধা দিনশেষে উদ্যোক্তাদের পকেটেই চলে যাবে। এখানে সবসময় উদ্যোক্তাদের পরিশ্রম না করলেও চলে।

৩. একটা ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করাতে পারলে, সেটা শুধু উদ্যোক্তার নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও নিশ্চিত আয়ের ব্যবস্থা করবে। আর ব্যবসা যতই পুরাতন হয় এবং উদ্যোক্তা হিসেবে সেটি বর্ধিত করার সুযোগ ততই বেড়ে যায়।

৪. সকল ধরনের চাকরি (খুব ছোট মানের) কিন্তু আপনাকে আর্থিক সচ্ছলতা দেবে না। কিন্তু একজন উদ্যোক্তা যদি নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে ব্যবসা চালাতে পারেন, তবে ব্যবসা তাকে আর্থিক সচ্ছলতা প্রদান করবে। যেকোনো ভুলের কারণে সকালে অফিসে গিয়ে জানা গেল চাকরি নেই, এমন ঘটনা উদ্যোক্তাদের ক্ষেত্রে ঘটার সুযোগ নেই।

৫. উদ্যোক্তারা নিজেদের বহুবিধ দক্ষতার মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এখানে বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকা সুযোগ-সুবিধার যেমন সর্বোচ্চ ব্যবহার, তেমনি কর্মসংস্থানেরও বিশাল সুযোগ সৃষ্টি সম্ভব। অফিসিয়াল বাধ্যবাধকতা উদ্যোক্তাদের পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হয় না। বসদের নিকট জবাবদিহিতা থাকে না। কিন্তু সকালবেলা অফিসে এসে চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবরও শুনতে হয় না। একথা সত্য, উদ্যোক্তাদের ঝুঁকির সম্মুখীন হতে হয়। লাভের পরিমাণ যেমন অপরিসীম, ঝুঁকির পরিমাণও তেমন বেশি থাকে। তবে হ্যাঁ, সঠিক সময়ে যারা কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে, তারা ব্যবসায়ে সাধারণত ক্ষতির সম্মুখীন হোন না।

সোশ্যাল মিডিয়ায় উদ্যোক্তাবিষয়ক একটা লেখা পড়লাম। সেটাই তুলে ধরছি- দিল্লিতে একজন সমুচাওয়ালা ছিল। তার দোকানের সামনে একটি বড় কোম্পানির অফিস ছিল। একদিন এক ম্যানেজার দোকানে সমুচা খেতে গেল। দুটি সমুচা নিয়ে সমুচাওয়ালাকে তিনি প্রশ্ন করলেন, তুমি খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছ, সিস্টেমগুলো ভালো, সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে তোমার এত সুন্দর প্লানিং নিয়ে আমার মতো চাকরি করলে কি ভালো হতো না? সমুচাওয়ালা হাঁসি মাখা মুখে বলল, স্যার আমার কাজটা আপনার থেকে অনেক ভালো। আজ থেকে ১০ বছর আগে আমি সমুচা বিক্রি করতাম টুকরিতে। তখন আমার আয় ছিল প্রতি মাসে এক হাজার এবং আপনার বেতন ছিল ১০ হাজার। আজ ১০ বছর পর আমার আয় এক লাখ এবং কোনো কোনো মাসে এক লাখের বেশি, আর আপনার এখন বেতন এক লাখ। তাহলে আপনার থেকে আমার কাজটা বেশি ভালো না? আমার পরে আমার এই ব্যবসা আমার ছেলে দেখবে। সে সাজানো একটা ব্যবসা পাবে কিন্তু আপনার ছেলে মেয়ে কি আপনার মতো পজিশন পাবে? আমি শূন্য থেকে শুরু করেছি কিন্তু আমার ছেলে-মেয়েরা শূন্য থেকে শুরু করবে না। চাকরিজীবীর সন্তানদের শূন্য থেকেই শুরু করতে হবে। আপনি চাইলেও আপনার পজিশনে আপনার ছেলে-মেয়েকে বসাতে পারবেন না। আপনি ১০ বছর আগে যে কষ্টটা করেছেন আপনার ছেলে-মেয়েদেরকেও একই কষ্ট করতে হবে। আমার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গুছিয়ে দেয়া আমার দায়িত্ব আর আমি তাই এই ব্যবসা করেছি, যা আপনি পারেননি। লোকটা কথাগুলো শুনে ৫০ টাকা বিল পরিশোধ করে চলে গেল।

আমাদের দেশের এখনো অনেকে ব্যবসার চেয়ে চাকরি করাকে বেশি মানানসই মনে করে। এখান থেকে আমাদের সবাইকে বের হয়ে আসা প্রয়োজন। কভিডের এই সময়ে বেশ কিছু সংবাদ দেখলাম। বিশ্ববিদ্যালয় পাশ করা শিক্ষার্থীরা গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে কেউ সার তৈরি করছে, বায়োফ্লিক পদ্ধতিতে মাছ চাষ করছে, ড্রাগন কিংবা বিদেশি খেজুর বাগান করছে। কেউ কেউ লাভবান হওয়া শুরু করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এসব শিক্ষিত তরুণদের অনেকেই হয়তো চাকরির জন্য চেষ্টা করবে না। ব্যবসা করে যদি নিজে নিজেই স্বনির্ভর হওয়া যায় এবং সার্বিকভাবে টেকসই উন্নয়ন হয়, তবে অন্যের অধীনে থাকা কেন?

সবুজ/এএমকে
আর্কাইভ