• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জেনে নিন কীভাবে মানুষকে মুগ্ধ করবেন!

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৪:১০ এএম

জেনে নিন কীভাবে মানুষকে মুগ্ধ করবেন!

জেনে নিন কীভাবে মানুষকে মুগ্ধ করবেন!

সাজেদ আল হাসান

চলার পথে নানান ধরনের মানুষের সঙ্গে আপনার দেখা হবে কিন্তু সবাই যে আপনার মূল্যায়ন করবে এমনটি নয়। কিন্তু কিছু কিছু কাজ করলে আপনার প্রতিটি মানুষের ধারণা একেবারে পাল্টিয়ে যেতে পারে। গড়তে পারে ভালো সম্পর্ক। তবে কিভাবে মানুষের আপনার প্রতি মুগ্ধ করবেন সেটি আপনার যদি থাকে জানা তাহলে কেমন হয় বলুন তো? 

Is it REALLY acceptable to use a coupon on the first date? More than a  quarter of cash-strapped romantics admit to using discount vouchers | Daily  Mail Online

তাহলে জেনে নিন কিভাবে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন এবং সবার মনের মতো হতে পারবেন।

১. মানুষকে উপহার দিন।
২. মানুষকে আন্তরিকভাবে প্রশংসা করুন।
৩. নিজেকে পরিপাটি ও গোছালো রাখুন।
৪. নিয়মিত সুগন্ধি ব্যবহার করুন।
৫. যাকে মুগ্ধ করতে চান,তার সঙ্গে সহমত পোষণ করুন।
৬. মানুষকে হাসানোর চেষ্টা করুন।
৭. যাকে মুগ্ধ করতে চান, তার পছন্দ ও রুচি অনুযায়ী নিজেকে পরিবেশন করুন।
৮. সর্বদা হাসিখুশি এবং আত্মবিশ্বাসী ভাব বজায় রাখুন।
৯. সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন।

7 Tips to Impress a Girl on the First Date - Modern Man
১০. চেষ্টা করুন সাহসী হতে।
১১. কথা বলা শিল্পকে রপ্ত করুন। অর্থাৎ সুন্দর করে কথা বলা শিখুন।
১২. নিজের জানার পরিধি বাড়িয়ে তুলুন।
১৩. নাটকীয় ও রহস্যময় হওয়ার চেষ্টা করুন।
১৪. দরকারি কথা বলুন, অপ্রাসঙ্গিক বক্তব্য ও প্রলাপ এড়িয়ে চলুন।
১৫. কথা বলুন স্ট্রেইটভাবে বা সোজাসুজি।

 

 

সাজেদ/এএল

আর্কাইভ