• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে নারীদের নামাজ পড়ার যত স্থান

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০২:৩৮ এএম

রাজধানীতে নারীদের নামাজ পড়ার যত স্থান

সংগৃহিত ছবিঃ

ফিচার ডেস্ক

রাজধানীর বিভিন্ন মসজিদ, মার্কেট ও স্থাপনায় নারীদের নামাজের সুব্যবস্থা রয়েছে। তবে এ বিষয়টি অনেকেই জানেন না। এ কারণে অনেকেই সময়মতো নামাজ আদায় করতে পারেন না।

ঢাকা শহরের যেসব মার্কেট, হাসপাতাল ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গার ব্যবস্থা রয়েছে সেগুলো হলো :

মসজিদ: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে), ঢাকা নিউমার্কেট মসজিদ, সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭), বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি- ৮), তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেক সংলগ্ন), বায়তুল মামুর মসজিদের দ্বিতীয় তলা (সায়েন্সল্যাব), আল আমিন মসজিদ (স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর), রমনা থানা জামে মসজিদ, আযাদ মসজিদ (গুলশান- ২), ফেরদৌসি মসজিদ (মিরপুর-১), উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ ও মহাখালী গাউছুল আজম জামে মসজিদ, বায়তুশ শরফ মসজিদ, এয়ারপোর্ট রোড, ফার্মগেট, কাটাবন মসজিদ।

নামাজ পড়ার ছবি,পিকচার ডাউনলোড | নামাজের পিকচার - নামাজ ছবি Hd | মসজিদে  শিশুদের নামাজ | মহিলাদের নামাজের পিকচার

মার্কেট: রাইফেলস স্কয়ার (জিগাতলা), ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছাদে, রাপা প্লাজার পাঁচতলায় জয়ীতার শোরুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭), গাউছিয়া মার্কেটের নিচতলায় (ধানমন্ডি হকারস মার্কেটের উল্টোদিকে), চাঁদনি চকের তৃতীয় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে), বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ (চতুর্থ তলায়), জেনেটিক প্লাজা প্রথম তলা (ধানমন্ডি ২৭), টুইন টাওয়ার শপিং সেন্টার, শান্তিনগর (চতুর্থ তলা), মৌচাক মার্কেট (চতুর্থ তলা), ডিএনসিসি সুপার মার্কেট (গুলশান-১), পিঙ্ক সিটি (বেইজমেন্ট), নর্থ টাওয়ার (মার্কেট) অষ্টমতলা, উত্তরা হাউস বিল্ডিং।

রমজানে নারীদের ইবাদতের সুযোগ দিতে হবে

হাসপাতাল: ইউনাইটেড হাসপাতাল (তৃতীয় তলা), স্কয়ার হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল (৫ম তলা), ল্যাব এইড ডায়াগনস্টিক হাসপাতাল (১.৫ তলা), ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি (বেসমেন্ট)।

 

 

সাজেদ/

আর্কাইভ