• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বিশ্বের জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:২০ পিএম

বিশ্বের জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে

বিশ্বের জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে

ফিচার ডেস্ক

সেলিব্রিটি কিংবা ধনীদের বিয়ে হয় অনেক ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ। এসব বিয়েতে কেউবা ভাড়া করেন দ্বীপরাজ্য। আবার কেউবা উড়োজাহাজ। তবে বিয়ের এ জাঁকজমক আয়োজন নির্ভর করে সামর্থ্যের ওপর। যার যেমন সামর্থ্য, আয়োজনটিও থাকে ততটাই জমকালো। আয়োজনের বৈচিত্র্য ও ব্যয়ের নিরিখে মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে অন্য সব বিয়েকে ছাড়িয়ে গেছে। যদিও এসব ব্যয়বহুল বিয়ে নিয়ে অনেক মানুষেরই আপত্তি আছে। কেউ কেউ বলেন, এটি নিছক অর্থ অপচয়। আবার অনেকে বলেন, এটাই পুঁজিবাদ, যেখানে বৈষম্যই শেষ কথা। কেউ চাইলে নিজের টাকা ইচ্ছামতো ব্যয় করতেই পারেন।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ভয়াবহ ১০টি বিমান দুর্ঘটনা

এ যাবৎকালে বিশ্বের সবচেয়ে দামি বিয়ের স্বীকৃতি পেয়েছে যে বিয়েটি সেটি হয়েছে পাশের দেশ ভারতে। এ বিয়েকে ঘিরে পাত্র–পাত্রী থেকে শুরু করে উভয় পরিবার ও পাড়া-পড়শির ঘুম হারাম হয়ে গিয়েছিল। কারণ, এ বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না।

যার বিয়ে নিয়ে এতসব আয়োজন, তিনি হলেন- মার্কিন সাময়িকী ফোর্বস এর তালিকা অনুযায়ী, ভারতের সেরা ধনী মুকেশ ধীরুভাই আম্বানির মেয়ে ইশা আম্বানি। মুকেশ আম্বানির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে দেশটির আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের। এখন পর্যন্ত এ বিয়েই ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির কন্যার বিয়েতে রাজস্থানে উপস্থিত ছিলেন বলিউড, হলিউডের নামীদামি অভিনেতা, অভিনেত্রীরা। শিল্পীদের পাশাপাশি ছিলেন রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালীরা নেতারা। এ বিয়ের জন্য  যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আন্তর্জাতিক পপ গায়িকা বিয়ন্সসহ অনেকে। একশটি চার্টার্ড ফ্লাইটে করে বিয়ের অতিথিদের নিয়ে আসা হয়।

এই বিয়ের নানা রকম খবর সংগ্রহে সোশ্যাল মিডিয়া ঘেঁটে বেড়িয়েছেন সেলেব্রিটি ব্লগাররা এবং বিনোদন জগৎ ও লাইফস্টাইল ম্যাগাজিনের সাংবাদিকরা।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ভয়াবহ ১০টি বিমান দুর্ঘটনা

৪ হাজার ৩৭০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানি অবশ্য সম্পদের সামান্যই খরচ করেছেন এই বিয়েতে,  মাত্র ১০ কোটি ডলার। ডলারের বিনিময়মূল্য ৮৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৪০ কোটি টাকা। অর্থাৎ এক বিয়েতে খরচ প্রায় হাজার কোটি টাকা। এটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বিয়ে।

মুকেশ আম্বানি হচ্ছেন ভারতের রিলায়েন্স গ্রুপের স্বত্তাধিকারি এবং ব্যবস্থাপনা পরিচালক। ব্যক্তিগতভাবে তিনি বর্তমানে ৬৮ হাজার কোটি ডলারের বা ৬৮ বিলিয়ন ডলার  সমপরিমাণ সম্পদের মালিক। তিনি ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি এবং ব্যবসায়ী। আর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ৯ নম্বরে।

আর বর আনন্দ পিরামালের বাবা অজয় পিরামালের সম্পদ প্রায় ৮৯০ কোটি ডলার। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও খুব ঘনিষ্ঠ। রিয়েল এস্টেট, ফার্মাসিউটিক্যালস এবং প্যাকেজিং শিল্পে তাদের বিনিয়োগ আছে।

আরও পড়ুনঃ  চেলসি ক্লিনটনের জাঁকজমকপূর্ণ বিয়ে

আম্বানিরা থাকেন মুম্বাইতে তাদের ২৭ তলা ভবনে। এটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ি বলে মনে করা হয়। ভবনটি নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি ডলার। ভবনটির বিভিন্ন তলায় বাগান থেকে শুরু করে ছাদের ওপর আছে তিনটি হেলিপ্যাড।

 

 সাজেদ/

আর্কাইভ