• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার আলোচিত বিয়ে

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ১০:৪২ পিএম

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার আলোচিত বিয়ে

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা

ফিচার ডেস্ক

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিয়েগুলোর মধ্যে অন্যতম প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে। দামি বিয়ের তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস ও ডায়নার রাজকীয় বিয়েটি হয় ১৯৮১ সালে ২৯ জুলাই লন্ডনের সেন্ট পল ক্যাথেন্ড্রালে। সেই সময় এই বিয়েতে খরচ হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ডলার। মূল্যস্ফীতি সমন্বয় করা হলে আজকের হিসাবে এই বিয়ের খরচ দাঁড়াবে ১১ কোটি ডলার। বিয়েতে প্রত্যক্ষভাবে সাক্ষী ছিলেন ৩৫০০ মানুষ এবং বিশ্বের ৭৫০ মিলিয়ন মানুষ টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে।

সেই দুঃখিনী রাজবধূর ভাস্কর্য! মৃত্যু আজও রহস্যময়...


অসম্ভব রূপবতী প্রিন্সেস ডায়ানা বিয়ের দিন ব্যবহার করেছিলেন কুয়েলকো ফ্লর এল অরিজিনাল সুগন্ধি। প্রায় ৯০ বছর ধরে তৈরি হচ্ছে হালকা ফুলের ঘ্রাণের এই সুগন্ধি। তৈরিতে প্রায় ২৫০ ধরনের কাঁচামালের প্রয়োজন হয় আর এক আউন্স সুগন্ধির জন্য দরকার প্রায় ১৫ হাজার ফুল।

আরও পড়ুনঃ ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে অনুরোধ: ডিএমপির


বিয়ে যতটা না আলোচনায় ছিল, বিয়ের পোশাকটি নিয়ে তার চেয়ে বেশি কল্পনা ছিল। প্রিন্সেস অব ওয়েলসের পোশাক বলে কথা! কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। ডায়ানা পরার আগে গাউনটি আর কাউকে দেখানো হয়নি। গাউনটি তৈরি করেছিলেন ডিজাইনার ডেভিড ও এলিজাবেথ ইমানুয়েলস। বিয়ের অনুষ্ঠানের জায়গায় গিয়ে মাপ নিয়ে এসেছিলেন দুজন। ভয়ে ছিলেন, প্রিন্সেস যখন প্রিন্সের দিকে হেঁটে যাবেন, তখন যেন তাঁর ওড়না বা পোশাক কোথাও আটকে না যায়।

ফটোতে ইতিহাস: প্রিন্সেস ডায়ানা কেমন মা ছিলেন। ওয়েলসের ডায়ানা প্রিন্সেস  কেন প্রিন্সেস ডায়ানা

বেশ কিছু ম্যাগাজিন ও পত্রিকায় এই দুই ডিজাইনারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাঁরা শুভ্র সাদা জমকালো বিয়ের এই পোশাকটি তৈরির পেছনের রোমাঞ্চকর ঘটনা তুলে ধরেন। কাপের পর কাপ চা ও কফি খেয়ে রাত পার করেছেন কারিগরেরা। বিশ্রাম নেওয়া যাবে না, ঘুমানো যাবে না। সময়ের সঙ্গে যেন দৌড়াচ্ছিলেন সবাই। ডায়ানার বিয়ের আগে রাজপরিবারের সবচেয়ে লম্বা ওড়নার মাপ ছিল ২০ ফুট। ডায়ানার ওড়না ছিল ২৫ ফুট। ওড়না ও পোশাকের বিভিন্ন জায়গায় ছোট সিকুইন ও ১০ হাজার মুক্তা বসানো ছিল। 

আরও পড়ুনঃ মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য

 

কি আছে প্রিন্সেস ডায়ানার ১৭ কোটি টাকার ড্রেসে?

গাউনটি ফোলানোর জন্য নিচে নেট ব্যবহার করা হয়েছিল। গাউনটি বানানোর সময় তেমন কোনো দিকনির্দেশনা ছিল না। বানানোর সময় তিন মাস সময় পেয়েছিলেন ডিজাইনাররা। তখনকার সময়ে ৯০০০ পাউন্ড খরচ হয়েছিল। পোশাকটি তৈরি করার সময় মাথায় রাখতে হয়েছিল ডায়ানার সৌন্দর্য এবং কম বয়স। তার সঙ্গে যোগ হবে ব্রিটেনের রাজপরিবারের রাজকীয়তা। সে দিকটির কথা চিন্তা করতে গেলে পোশাকটি জমকালো হতেই হবে। গলায় ফ্রিলের ব্যবহার ছিল নজরকাড়া। হাতায় ফোলানো ভাব ছিল। হাতার শেষ প্রান্তে বো টাই ছিল। সবশেষে ছিল চওড়া লেস। পোশাকটির এই দুই জায়গাতেই মূলত কাজ ছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছিল ডায়ানার চেহারার স্নিগ্ধতা।

প্রিন্সেস ডায়ানার ১৭ কোটি টাকার গাউনে যা আছে

ডায়নার বিয়ের পোশাকটি পরে স্বীকৃতি পেয়েছে সর্বকালের সবচেয়ে দামি ব্রিটিশ রাজকীয় বিবাহের পোশাক হিসেবে। এই পোশাকটি এখন রয়েছে “ডিউকস অব সাসেক্স অ্যান্ড ক্যামব্রিজ” এর সংগ্রহে। অর্থাৎ সাধারণ মানুষ আর কোন দিনও এই পোশাকটি দেখতে পাবেন না।
 

সাজেদ/

আর্কাইভ