• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সবুজে লেপ্টে আছে শিশিরের কণা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৫:২২ পিএম

সবুজে লেপ্টে আছে শিশিরের কণা

রাজশাহী ব্যুরো

সবুজে লেপ্টে আছে শিশিরের কণা, যেন অশ্রু বিন্দু
ভোরের শিশির স্নিগ্ধতা এনে দেয়, মনে এক সিন্ধু।
পত্রপল্লবে বসে থাকে ঠাঁয়, আঁধারে কুয়াশার চাদর
সতেজ প্রকৃতি শীতভোরে চোখে বুলায়, অন্তহীন আদর।
টলমল টলমল জল, থাকে ঝুলে গাছের পাতায় পাতায়
শিশির স্নানে তরু লতা কলাপাতার রঙ এ মন মাতায়।

 

এএল/

আর্কাইভ