• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সোভিয়েত গোলাপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৫:৫৭ পিএম

সোভিয়েত গোলাপ

সেলিনা আক্তার লিনা

সেই কবে এক গোছা গোলাপ পেয়েছিলাম
তাও আবার যে সে গোলাপ নয়, 
সোভিয়েত গোলাপ...

কালচে লাল বড় বড়, একটি গোলাপ যেন একটি সূর্য।

কী স্নিগ্ধ, সুঘ্রাণ...
অনেক দিন হলো ভুলিনি তার সৌন্দর্য।

প্রতি বছর এই দিনে একটি করে গোলাপ বেড়ে যায় আমার
আর আমার স্মৃতির ডালি হয় সম্মৃদ্ধ ...

সোভিয়েত নারীদের বিশ্বাস,
উপহার পাওয়া ফুল বেশিদিন টাটকা থাকলে
মন থেকে দেয়া হয়...
আমিও তা বিশ্বাস করি।

গোলাপ থেকে কবে যেন লিলিতে এসেছে। 
সৌন্দর্যে বা দামে গোলাপের চেয়ে কোনো অংশে কম নয়।  
কোনো এক চুপিসারে
লিলিও প্রতি বছর একটা করে বেড়েছে আমার... 
হাল্কা সুবাশ মাতিয়ে রাখে লিলি সারা ঘর।

অনেক দিন পরে একটি একটি করে ফোঁটে,...
লিলি দীর্ঘসময় স্নিগ্ধতা ছড়ায়। 
আমি কিয়েভে সেই গোলাপ পাওয়ার মতই 
আবেগাপ্লুত এখনো।

গোলাপ-লিলির সৌন্দর্যে যেমন বিমোহিত 
কাঁটার আঘাতেও তেমনি ক্ষত-বিক্ষত হই আমিও ক্ষণস্থায়ী...  
একটি বিশেষ দিনে 
সুন্দর উপহারের জন্য অপেক্ষায় থাকি আমি।

 

আর্কাইভ