প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৩:৩৬ এএম
শত মেঘের পাহাড় ভেঙে বৃষ্টির দেশে ফেরা
শিশির শিশির স্নানে নাইছে সবুজ ঘাসেরা।
বনফুলের মালায় গাঁথা কৃষ্ণ রাধা নাম
নীল নীলিমায় পেখম তুলে সাজেন ঘনশ্যাম।
নরম নরম আতপ আলোয় পেলব মুখখানি
ঝুমকোলতায় রাঙা বউ টানছে ঘোমটাখানি।
গোধূলির লাল-রক্তিম মন প্রেমের রসে বসে
নদীর বাঁকে মধুর স্মৃতি এক চিলতে হাসে।
পাহাড় সাগর বন-বনানী নির্মলে নির্জনে
হারিয়ে যেতে ইচ্ছে করে ক্রমশ আনমনে।
দুহাত তুলে আকাশকে ডাকি ভীষণ ঝড়ের আগে
কবিতা কোথায় হারিয়ে যাচ্ছে বেলাশেষের ফাগে।
আঙুল ছুঁয়ে ইশারা তোলে একলা চলার সুর
মন ভেসে যায় অচিনপুরে-দূর বহুদূর..