মোহাম্মদ আলী
এখন গোছানোর পালা
মন বিরস
তাই চোখে রং নেই
দুরু দুরু অনুভূতি
ক্ষণ কাটে অজানা শঙ্কায়,
একা একা অনন্ত কোনো দুস্তর বিস্তারে
চলছি ঘোরে অজানা অন্তহীন পথ-রেখায়;
জানিনে---কিচ্ছু জানিনে,
হায়রে! আমি কোথায় আমার স্বপ্নই বা কোথায়?
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন