অমিতাভ শুর
কী বিচিত্র আম মানুষেরা
কেমন আলোর অন্ধকারে,
যে সুখগুলো হাত বাড়িয়ে
দেই ছেড়ে চোখ বন্ধ করে।
কল্পনাতীত যা নয় আমার
সে সুখগুলো খুঁজে ফিরি জটিল এ সংসারে।
ফুলের গন্ধে মন বসে না,
মন সুখী নয় সরলতায়
জুঁই বেলি সুবাসে।
আড়ম্বরে জটিলতায়
সুখের খোঁজে ছুটে মরি কাগুজে ফুলের পিছে।
হারায় যে সুখ এমনি করেই
গ্লানির বেড়াজালে-জটিলতার ফাঁদে।
সুখ যে এসে অলক্ষেই যায় হারিয়ে পরিশেষে,
অজ্ঞানতায় অবহেলায় আপন ভ্রান্তির বিলাসে।
আপামর সব ব্যস্ত তখন মেকি সুখের মায়াজালে,
চাকচিক্যের মোহিনীমায়ার কুহক ইন্দ্রজালে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন