• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

৪৩তম বিসিএস প্রিলিসহ এক দিনেই ৭ নিয়োগ পরীক্ষা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০১:১৩ এএম

৪৩তম বিসিএস প্রিলিসহ এক দিনেই ৭ নিয়োগ পরীক্ষা

সিটি নিউজ ডেস্ক

আবারও এক দিনে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৯ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষা প্রকৌশল অধিদফতরসহ বেশ কয়েকটি গুরুত্ব বিভাগের নিয়োগ পরীক্ষা রয়েছে। চলুন এক নজরে দেখে নিই পরীক্ষাগুলোর সময় সূচি-

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

পদের নাম : বিভিন্ন পদ

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : সকাল ১০.০০-১২.০০টা

প্রবেশপত্র http://bpsc.teletalk.com.bd/bcs43/admitcard/index.php

প্রতিষ্ঠান : শিক্ষা প্রকৌশল অধিদফতর

পদের নাম : হিসাবরক্ষক

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : বিকেল .০০-.০০টা

প্রবেশপত্র : http://eedmoe.teletalk.com.bd

প্রতিষ্ঠান : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে

পদের নাম : এসবিএ

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : সকাল ১০.০০-১১.৩০টা

প্রবেশপত্র : http://bpdb.teletalk.com.bd/

প্রতিষ্ঠান : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : সকাল ১০.০০, ১১.৩০ .৩০টা

পরীক্ষার ধরন : ব্যবহারিক পরীক্ষা

প্রতিষ্ঠান : পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড

পদের নাম : বিভিন্ন পদ

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : সকাল .০০ বেলা .৩০টা

পরীক্ষার ধরন : মৌখিক পরীক্ষা

প্রতিষ্ঠান : অর্থ মন্ত্রণালয়

পদের নাম : বিভিন্ন পদ

পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২১

পরীক্ষার সময় : বিকেল .০০-.৩০টা

প্রবেশপত্র : http://mof.teletalk.com.bd

ছাড়াও বন বিভাগের নিয়োগ পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তারিক/এম. জামান

আর্কাইভ