• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পিকে হালদার দুর্নীতি : বিমানবন্দর থেকে শুভ্রা রানী গ্রেফতার

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৬:২১ এএম

পিকে হালদার দুর্নীতি : বিমানবন্দর থেকে শুভ্রা রানী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে আছেন আলোচিত প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)।

তার বিরুদ্ধে কয়েকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের নামে তিনি অর্থ আত্মসাৎ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম ওয়াকামা ইন্টারন্যাশনাল।

এবার সেই ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুদুক। পিকে হালদার দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে। 

এএএম/এএমকে

আর্কাইভ