• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সন্তানদের নিয়ে মালদ্বীপের পথে সাইফ-কারিনা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৪:৫৮ পিএম

সন্তানদের নিয়ে মালদ্বীপের পথে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান কারিনা কাপুর খান। বিশেষ একটি দিনকে কেন্দ্র করে সন্তানদের নিয়ে মালদ্বীপে যাচ্ছেন এই তারকা দম্পতি।

সাইফ আলী খানের জন্মদিন ১৬ আগস্ট। এদিন ৫১ বছরে পা রাখবেন বলিউডের এই নবাব। নিজের বিশেষ এই দিনটিতে প্রতি বছরই জাঁকজমক আয়োজন করেন তিনি। আর তার এই আয়োজন থাকে পরিবারকে ঘিরেই।

শনিবার (১৪ আগস্ট) সকালে দুই পুত্র তৈমুর জেহকে নিয়ে মুম্বাই থেকে মালদ্বীপের পথে রওনা দিয়েছেন সাইফ-কারিনা। এটিই তাদের দ্বিতীয় পুত্র জেহ প্রথম বিদেশ সফর।

ভারতীয় গণমাধ্যম মুম্বাই টাইমসের একটি সূত্র জানিয়েছে, কাজ থেকে বিরতি নিতেই দেশ ছেড়েছেন সাইফ। মালদ্বীপ ভ্রমণ শেষে আবারও তিনি নেমে পড়বেন কাজে।

মালদ্বীপে রওনা হওয়ার পথে মুম্বাইতে সাইফ সপরিবারে ধরা পড়েছেন পাপারাজ্জিদের হাতে। ছবিতে সাদা পাঞ্জাবিতে সাইফকে সাদা জ্যাকেটে দেখা গেছে কারিনাকে।

শুক্রবার (১৩ আগস্ট) প্রথমবারের মতো সাইফ-কারিনার দ্বিতীয় পুত্র জেহ ধরা পড়েছিল পাপারাজ্জিদের ক্যামেরায়। নিয়ে নেটদুনিয়ায় পড়েছিল বেশ হইচই।

ডব্লিউএস/নির্জন

আর্কাইভ