• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

চলে গেলেন বলিউড অভিনেতা অনুপম শ্যাম

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৭:৩২ পিএম

চলে গেলেন বলিউড অভিনেতা অনুপম শ্যাম

বিনোদন ডেস্ক

মারা গেছেন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর রোববার ( আগস্ট) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অনুপম শ্যাম দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি রোগে। ডায়ালাইসিসও চলছিল নিয়মিতই। শেষ দিকে এসে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার।

অনুপম শ্যাম নিজেই জানিয়েছিলেন, তিনি অর্থকষ্টে রয়েছেন। শুটিং শেষ করেই তাকে হাসপাতালে যেতে হয় ডায়ালাইসিস করাতে। এমন পরিস্থিতিতেই চলছিলেন দীর্ঘদিন। অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক আগে ভর্তি হন মুম্বাইয়ের একটি হাসপাতালে।

অনুপম শ্যাম অভিনয় করেছেন দীর্ঘ প্রায় চার দশক। টেলিভিশনের পাশাপাশি কাজ করেছেন চলচ্চিত্রেও। স্লামডগ মিলিয়নিয়ার, ব্যান্ডিট কুইন, লগান, দুশমন, সত্য সংগ্রাম, হাজার চৌরাশি কি মা, নায়ক, শক্তি, পাপ, শ্যাম দস্তক তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।

মন কি আওয়াজ প্রতিজ্ঞানাটকে ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অনুপম শ্যাম। নাটকটিতে তার অসাধারণ অভিনয়ের কারণে ছোট পর্দার শিল্পীরা তাকে নামেই ডাকতেন।

গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্তরা। শোকের ছায়া নেমেছে মিডিয়া অঙ্গনেও। শোক প্রকাশ করেছেন অভিনেতা যশপাল শর্মা, মনোজ জোশি অশোক পণ্ডিতসহ অনেকেই।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ