• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বলিউডের যত আলোচিত মানহানির মামলা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৯:০৩ পিএম

বলিউডের যত আলোচিত মানহানির মামলা

বিনোদন ডেস্ক

কারো বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ উঠলে অথবা সম্মাহাননির কোনো ঘটনা ঘটলে সাধারণত করা যায় মানহানির মামলা। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুযায়ী কেউ বা দিয়ে থাকেন বিশাল অঙ্কের মানহানি মামলাও। আর যদি বলিউডের তারকাদের করা মানহানী মামলা নিয়ে কথা ওঠে, তবে তা আরও বড় আকারের হবে সেটাই স্বাভাবিক। 

তারকারা যেমন অগণিত ভক্তের ভালোবাসা পেয়ে থাকেন তেমনই তাদের বিড়ম্বনারও শেষ নেই। তাদের বিরুদ্ধে নানা সময়ে নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলেন অনেকেই। বেশিরভাগ সময় তারকারা এসব আমলে না নিলেও কখনও কখনও তারাও ক্ষেপে যান। নিজেদের সম্মান বাঁচাতে বলিউড তারকারাও কম যান না। অক্ষয়, শিল্পা শেঠি, সালমান থেকে শুরু করে পরিচালক মহেশ ভাট ও মুকেশ ভাটও বিভিন্ন সময় দায়ের করেছেন মানহানী মামলা। আর তা উঠে এসেছে আলোচনায়।

অক্ষয় কুমার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অক্ষয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন এক ইউটিউবার। এতে বিহারের ওই ইউটিউবারের বিরুদ্ধে মানহানির নোটিশ দিয়ে ক্ষতিপূরণের জন্য ৫০০ কোটি রুপি চেয়েছিলেন অক্ষয় কুমার। 

শিল্পা শেঠি

শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে পর্ন ছবি তৈরি ও বিতরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় বিভিন্ন সংবাদ প্রচারের কারণে শিল্পা শেঠি বোম্বে হাইকোর্টে ‘মিথ্যা প্রতিবেদন এবং তার ভাবমূর্তি ক্ষুন্ন করার’ অভিযোগে ২৯ মিডিয়াকর্মী এবং মিডিয়া হাউসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। বিবাদীদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে সব মানহানিকর খবর ও ভিডিও মুছে ফেলা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য শিল্পা আদালতকে অনুরোধ করেছিলেন। গণমাধ্যমের রিপোর্টকে সংযত করার বিষয়ে তাগাদা দিলেও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কায় কোনো বিধি-নিষেধ দেননি আদালত।

সালমান খান

বলিউডের ভাইজান সালমান খান ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন। সালমানের এক শিকারের মামলায় মানহানিকর ভিডিও ও খবর প্রচারের দায়ে একটি টিভি নিউজ চ্যানেলের বিরুদ্ধে তিনি ওই মামলা করেছিলেন। তিনি মামলাতে আবেদন করেছিলেন যেন চ্যানেলটি স্টিং অপারেশন প্রকাশ থেকে বিরত থাকে।

জাভেদ আখতার

কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মানহানীর অভিযোগে এনেছিলেন বলিউডের নামকরা গীতিকার জাভেদ আখতার। ‘মানহানিকর এবং ভিত্তিহীন’ মন্তব্য করার দায়ে তিনি আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন। কঙ্গনার বিরুদ্ধে আইপিসির প্রাসঙ্গিক বিধানের অধীনে মানহানির জন্য এবং সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তার নাম টেনে আনার অভিযোগ করেছিলেন জাভেদ। 

মহেশ ভাট ও মুকেশ ভাট

নির্মাতা মহেশ ভাট ও তার ভাই মুকেশ ভাট অভিনেত্রী লুভিয়েনা লোধের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন। মানহানিকর, অপবাদজনক এবং মিথ্যা অভিযোগ করার দায়ে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি রুপি চেয়েছিলেন এই ভাতৃদ্বয়। 

ডব্লিউএস/নির্জন
আর্কাইভ