• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

মারা গেছেন অভিনেতা মুকিতের মা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৫:৫২ পিএম

মারা গেছেন অভিনেতা মুকিতের মা

বিনোদন ডেস্ক

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়ার মা তাহমিনা খাতুন। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মায়ের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন মুকিত জাকারিয়া নিজেই। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, তার মা মৃত্যুর সময় নোয়াখালীর চৌমুহনীতে ছিলেন। বড় ভাইয়ের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

জানাজা শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে মুকিতের মা তাহমিনা খাতুনকে। মৃত্যুর আগে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।

মুকিত জাকারিয়ার মায়ের মৃত্যুতে শোবিজ অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। তার সহকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তার মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।

শাড়িনাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৮ সালে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন মুকিত জাকারিয়া। নাটকটি পরিচালনা করেছিলেন শরাফ আহমেদ জীবন। তিনি এখন পর্যন্ত ৭৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ডজনখানেক সিনেমায়ও। ছাড়া বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যায় জনপ্রিয় এই অভিনেতাকে।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ