• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

নানা হলেন, এবার দাদা হওয়ার অপেক্ষায় আলীরাজ

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:০৩ এএম

নানা হলেন, এবার দাদা হওয়ার অপেক্ষায় আলীরাজ

বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আলীরাজ নানা হয়েছেন। তার মেয়ে মহিমা হোসেন শর্মী এক কন্যা সন্তানের মা হয়েছেন গত শুক্রবার (২৩ জুলাই)। তবে শিগগিরই দাদা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। 

খুশির এ খবরটি জানিয়ে আলীরাজ বলেন, গত শুক্রবার (২৩ জুলাই) কন্যা সন্তান জন্ম দিয়েছেন তার মেয়ে মহিমা।

তিনি বলেন, আমি প্রথমবারের মতো নানা হলাম। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা সবাই আমার মেয়ে ও নাতনীর জন্য দোয়া করবেন। তারা দুজন এ মুহুর্তে ভালো আছে।

মজার ব্যাপার হচ্ছে নানা হওয়ার মাত্র দুমাস পরেই দাদা হতে যাচ্ছেন বর্ষীয়ান এ অভিনেতা। তার ছেলে মাহমুদ হোসেন স্মরণের আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাবা হওয়ার কথা রয়েছে। 

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ১০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন আলীরাজ। তার শুরুটা হয়েছিলো বিটিভিতে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকের মাধ্যমে। সে সময়ে তিনি ডব্লিউ আনোয়ার নামে পরিচিত ছিলেন। এরপর নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৪ সালে ‘সৎভাই’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তার আলীরাজ নামটি নায়ক রাজের দেয়া।

জেডআই/



আর্কাইভ