• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শিল্পার দাবি রাজ নির্দোষ

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৪:৫০ পিএম

শিল্পার দাবি রাজ নির্দোষ

বিনোদন ডেস্ক

বলিউডে এখন তোলপাড় রাজ কুন্দ্রার অ্যাপহটশটসনিয়ে। এই আপের মাধ্যমেই শিল্পার স্বামী পর্ন ফিল্ম প্রচার করতেন। যেখানে বলিউডের অভিনেত্রীদের অভিনয় করার জন্য মোটা অংকের টাকা দিতেন তিনি। তাদের দিয়ে নির্মাণ করতেন পর্ন ফিল্ম। নিজের তৈরি অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন তিনি।

বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রাইম ব্রাঞ্চের অধীনে মামলা করা হয় রাজের বিরুদ্ধে। এই মামলার তদন্ত চলাকালীন সোমবার (১৯ জুলাই) রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মামলায় রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষয়টির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে।

দিকে রাজের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। স্বামীর এমন অবৈধ ব্যবসা সম্পর্কে শিল্পা কতটুকু জানতেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই থানায় উপস্থিত হতে হয় তাকে। তার কাছে জানতে চাওয়া হয় অ্যাপ সম্পর্কে। সেই অ্যাপের সঙ্গে শিল্পার কোনো যোগসূত্র নেই বলে গোয়েন্দাদের জানান অভিনেত্রী।

দিকে ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শিল্পার স্বীকারোক্তির কিছু তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যেখানে নিজের স্বামীর পক্ষে তার যুক্তি, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলে তিনি দাবি করেন।

শিল্পার দাবি, রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সি লন্ডনে থাকেন। তিনিই এই অ্যাপের সমস্ত কাজকর্মের দায়িত্বে রয়েছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, শিল্পা তার স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেছেন।

রাজ কুন্দ্রারভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা। তার পরই তিনি পুলিশের নজরে এসেছেন।ভিয়ান ইন্ডাস্ট্রিজ- ডিরেক্টর হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে।হটশটসঅ্যাপের মালিকানাকেনরিন-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাব রাখা- এসবই নাকিভিয়ান ইন্ডাস্ট্রিজ মাধ্যমেই হতো।

দিকে রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। ছাড়া শুক্রবার (২৩ জুলাই) রাজ এবং শিল্পা শেঠির জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। আধিকারিকদের সঙ্গে রাজও সেখানে ছিলেন।

মাহি/এম. জামান

আর্কাইভ