• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

পর্ন থেকেই রাজ কুন্দ্রার দৈনিক আয় ৬-৮ লাখ

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০১:৪০ পিএম

পর্ন থেকেই রাজ কুন্দ্রার দৈনিক আয় ৬-৮ লাখ

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্ন বিক্রি করেই দৈনিক ৬-৮ লাখ টাকা আয় করতেন তিনি। পর্ন ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশ।

মুম্বাইয়ের যুগ্ম নগরপাল মিলিন্দ ভারাম্বে জানিয়েছেন, রাজ কুন্দ্রা তার আত্মীয় যুক্তরাজ্যের বাসিন্দা প্রদীপ বক্সীর সঙ্গে যোগসাজশ করে এই ব্যবসা দিয়েছিলেন। প্রতিদিন ৮ লাখ টাকার মতো আয় হতো তার।

মিলিন্দ ভারাম্বে বলেন, ‘হাজার হাজার কোটিতে এই ব্যবসার লেনদেন হয়েছে, সেই সব আর্থিক লেনদেনের প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা এই সব আয় খতিয়ে দেখছি। এখনো পর্যন্ত আমরা রাজ কুন্দ্রার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৭.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছি।’

রাজ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘আর্মস প্রাইম মিডিয়া’ নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ছয় মাস পর সেই কোম্পানির আওতাতেই তৈরি হয় ‘হটশট’ নামের স্ট্রিমিং অ্যাপ। আর সেই অ্যাপটিকেই মুম্বাই পুলিশ পর্ন স্ট্রিমিং অ্যাপ বলে উল্লেখ করেছে।

পরবর্তীতে রাজ কুন্দ্রা ২৫ হাজার মার্কিন ডলারে ‘হটশট’ অ্যাপটি বিক্রি করে দেন। অ্যাপটি কিনে নেন তারই আত্মীয় লন্ডনের ব্যবসায়ী প্রদীপ বক্সী। পরে ডিসেম্বর মাসে রাজ ওই কোম্পানি থেকে পদত্যাগ করেন। তবে এরপরও অ্যাপের সব কর্মকাণ্ড চলত রাজের কথা মতোই।

শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ২০২০ সালের জুনে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘হটশট’কে বাতিল করা হয়।

ডব্লিউএস/এএমকে
আর্কাইভ