• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া

প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৯:১৩ পিএম

বড় পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমা থেকে কিছুটা বিরতির পর ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। 

ঐশ্বরিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের পরবর্তী সিনেমাপোন্নিইন সেলভান-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে সুসময় আসে। মণি রত্নমের পোন্নিইন সেলভান।

সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে থাইল্যান্ড হায়দরাবাদে। সম্প্রতি ভারতে এর ফটোশুট হয়েছে। মণি রত্নম পরিচালিত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি দেয়া হবে ২০২২ সালে। বর্তমানে চলছে এর প্রথম অংশের শুটিংয়ের কাজ।

সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাসপোন্নিইন সেলবানঅবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। এতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।

ঐশ্বরিয়া সর্বশেষফ্যানি খানসিনেমায় অভিনয় করেছিলেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজকুমার রাও।

ডব্লিউএস/এএমকে

 

আর্কাইভ