• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বায়োপিকে সিয়াম-পরীমনি

প্রকাশিত: মে ৩, ২০২১, ০৩:১২ পিএম

বায়োপিকে সিয়াম-পরীমনি

বিনোদন প্রতিবেদক

'বিশ্বসুন্দরী' ও 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন' সিনেমার পর তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন সিয়াম আহমেদ ও পরীমনি। এবার এই জুটিকে দেখা যাবে বায়োপিকে। তবে কোনো ব্যক্তির বায়োপিকে নয়। চলচ্চিত্রে নামই 'বায়োপিক'।

এটি নির্মাণ করছেন ছোট পর্দার আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। যিনি এরই মধ্যে ট্রল, যে শহরে টাকা উড়ে  ও শিফট-নাটকগুলো নির্মাণ করে আলোচনায় রয়েছেন।বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটির গল্প পরিচালকের নিজেরই। যৌথভাবে এর চিত্রনাট্য করছেন ইশতিয়াক অয়ন, স্বরুপ চন্দ দে ও সঞ্জয় সমদ্দার নিজেই। 

পরিচালক সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, আগামী কোরবানীর ঈদের পর ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন। 

প্রথম সিনেমা নির্মাণের বিষয়ে সঞ্জয় বলেন, সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। ওয়েব কন্টেন্ট ও নাটক যে কয়টিই নির্মাণ করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি। দর্শকরা পছন্দ করবেন এমন একটি সিনেমাও বানাতে চাই। বেঙ্গল মাল্টিমিডিয়া আমার উপর আস্থা রেখেছেন। আমিও যেন আস্থার সঠিক প্রতিদান দিতে পারি। 
 
গত বছরের শেষের দিকে মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত সিয়াম-পরী অভিনীত প্রথম ছবি 'বিশ্বসুন্দরী'। ছবিটি ১৪ সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে চলছে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির ছবি 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন'। সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করা হয়েছে। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। 

এদিকে সিয়াম বর্তমানে ব্যস্ত রয়েছে 'দামাল' ছবির শুটিং নিয়ে। আর পরীমনি শেষ করেছেন তৌকির আহমেদের 'স্ফুলিঙ্গ' ছবির শুটিং। ছবিটি চলতি মাসেই মুক্তি পাবে।
আর্কাইভ