
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:২৫ পিএম
ছোটপর্দা থেকে বড়পর্দা, আর কমেডি চরিত্রে একের পর এক দুর্দান্ত সিনেমা ও ধারাবাহিক উপহার দিয়েছেন অভিনেতা জাভেদ জাফরি। বর্তমানে সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে অভিনেতার নতুন সিনেমা ‘ইন গালিও মে’। তারকাবিহীন এ সিনেমাটি বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। সম্প্রতি এইচটির সঙ্গে কথোপকথনে নিজের সিনেমা এবং ভারতীয় সিনেমা নিয়ে কিছু কথা বলেছেন অভিনেতা।
জাভেদ জাফরি বলেন, ‘দর্শকদের কাছে আমার এটাই শুধু বলার আছে— দয়া করে মাঝে মাঝে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। সব সিনেমা বাড়িতে বসে দেখব— এ রকম চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি ছোট ছোট সিনেমাকে উৎসাহিত না করেন, তাহলে তো ভারতীয় সিনেমার আলো একদিন নিভে যাবে।’
অভিনেতা বলেন, ‘বেশিরভাগ বাণিজ্যিক সিনেমা বার্তা কেন্দ্রিক গল্প এড়িয়ে গেলেও কিছু কিছু পরিচালক আছেন, যারা এখন পর্যন্ত সিনেমার মাধ্যমে বার্তা ছড়ান সবার মধ্যে। তাদের মধ্যে একজন হলেন রাজকুমার হিরানি। তবে বার্তাবাহক সিনেমা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন একজন বড় তারকার, না হলে আবার মানুষ সিনেমাহলে সেই সিনেমা দেখতেই আসবেন না।’
নতুন প্রজন্মের তারকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি যখন রাজকুমার রাও বা আয়ুষ্মান খুরানার সিনেমা দেখি, তখন আমার ভীষণ ভালো লাগে। সিনেমাগুলো হয়তো সবসময় ব্লকবাস্টার হয় না, কিন্তু সেই সিনেমাগুলো মানুষের মধ্যে ছাপ ফেলে যায়। আমার ভীষণ ভালো লাগে এই সিনেমাগুলো দেখতে।
অভিনেতা বলেন, এখনকার বেশিরভাগ বলিউড সিনেমা উচ্চবিত্ত সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে সবার সামনে। নিম্নবিত্ত মানুষের সেই সিনেমা পছন্দ হয় না। কিন্তু আমাদের ভারতবর্ষে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের সংখ্যাই অনেক বেশি, তাই সবার কথা মাথায় রেখে সিনেমা তৈরি করাই শ্রেয় বলে আমার মনে হয়।
উল্লেখ্য, ‘ইন গালিও মে’ সিনেমাটি লখনউ শহরের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এ সিনেমায় ভিভান শাহ ও অবন্তিকা দাসানি দুই সবজি বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি গত ১৪ মার্চ মুক্তি পেয়েছে।