• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

‘দিন : দ্য ডে’ যাচ্ছে নরওয়ের বলিউড ফেস্টিভ্যালে

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৯:৩৬ পিএম

‘দিন : দ্য ডে’ যাচ্ছে নরওয়ের বলিউড ফেস্টিভ্যালে

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষা। তারা জুটি হয়ে দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক সিনেমা। এবার তাদের সিনেমা নির্বাচিত হয়েছে ‘বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে ২০২১’ এ। উৎসবে প্রদর্শিত হবে ‘দিন : দ্য ডে’।

অনন্ত জলিল জানিয়েছেন, ‘বলিউড ফেস্টিভ্যাল নরওয়ে ২০২১’ এ প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে ‘দিন : দ্য ডে’। উৎসবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা-অভিনেত্রী অনন্ত-বর্ষাসহ প্রযোজক ও পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

অনন্ত জলিল বলেন, ‘নিঃসন্দেহে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় উৎসবে বাংলাদেশি ছবি প্রদর্শিত হচ্ছে, পুরস্কারের জন্য নির্বাচিত হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের এবং গর্বের। নরওয়ের এ উৎসবটিতে বলিউডের ছবির পাশাপাশি আমাদের অর্থাৎ বাংলাদেশের ছবিও প্রদর্শিত হবে, এটি অনেক বড় পাওয়া।’

তিনি বলেন, ‘উৎসবে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি। আমাদের ছবি সেখানে প্রদর্শিত হবে, আমরাও সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করব।’

নরওয়েতে আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি। মূলত ভারতীয় ইন্ডাস্ট্রি বলিউডের সিনেমা নিয়ে বলিউড ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ নতুন একটি উইং খুলেছে। যাতে প্রদর্শিত হবে এশিয়ার অন্যান্য দেশের ছবি। নতুন এই ক্যাটাগরিতেই আমন্ত্রণ পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’।

‘দিন : দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মরতুজা অতাশ জমজম। ইরানের সঙ্গে সিনেমাটি যৌথ প্রযোজনা করেছে বাংলাদেশ।

ডব্লিউএস/নির্জন
আর্কাইভ