• ঢাকা শুক্রবার
    ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

জন্মদিনের পার্টি শেষে কার সঙ্গে লং ড্রাইভে হানিয়া?

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:৫৭ পিএম

জন্মদিনের পার্টি শেষে কার সঙ্গে লং ড্রাইভে হানিয়া?

বিনোদন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজের জীবনের ২৮তম বসন্তে পা রাখতে চলেছেন।  ১২ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে তিনি পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন।

তবে ১২ ফেব্রুয়ারি আসার আগেই ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে জন্মদিনের উদযাপন শুরু হয়ে গেছে অভিনেত্রীর। কাছের বন্ধুবান্ধবের সঙ্গে চলছে উদযাপন।

হানিয়া আমির তার ইনস্টাগ্রামে এমন উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন, যেখানে বন্ধুর সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাকে।

ছবিগুলোতে হানিয়াকে হাসিমুখে দুটি কেকের সঙ্গে পোজ নিতে দেখা গেছে।  তার উচ্ছ্বাস ও স্নিগ্ধতায় আরও উজ্জ্বল হয়ে ওঠে জন্মদিনের পার্টি।

ছবির পাশাপাশি হানিয়া কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তিনি জন্মদিনের মোমবাতি নেভাচ্ছিলেন এবং পাশে থাকার বন্ধুরা জন্মদিনের গানে সুর মেলান।

অপর একটি ভিডিওতে দেখা যায়, হানিয়ার বন্ধুরা ব্যাখ্যা করছিলেন কেন তাকে গোলাপ দেওয়া উচিত। এরপর একটি মজার মুহূর্তে ফয়েল বেলুনে পিন নিক্ষেপ করতে দেখা যায় তাকে।    

শেষের দিকের এক ভিডিওতে দেখা যায়, হানিয়া এক বন্ধুর সঙ্গে নাচতে নাচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। এরপরের ভিডিওতে গাড়িতে করে তাদের দুজনকে ঘুরতে দেখা যায়।  

হানিয়ার ইনস্টগ্রাম পোস্টে ভক্তরা দ্রুত লাভ রিয়েক্টে ভরিয়ে দেন। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুরাগীরা তার চেহারার লাবণ্য ও দীপ্তির প্রশংসাও করেন।

আর্কাইভ